নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থ্যার উন্নয়ন ও ল্যাট্রিন সরবরাহে মেহেরপুর পৌরসভা সারা দেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। বিশ্ব ব্যাংকের উদ্যোগে টাঙ্গাইলের অ্যালাঙ্গী ভবনে অনুষ্ঠিত নান্দনিক অনুসন্ধান নেটওয়ার্ক কর্মশালায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি মার্ক এলারি ওই ঘোষনা দেন।
কর্মশালায় সারা দেশের সেরা ৭ পৌর সভার পৌর মেয়রসহ পৌরসভার প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন। ২ দিনের কর্মশালায় ৭ পৌর সভার : নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থ্যার উন্নয়ন ও ল্যাট্রিন সরবরাহ দিয়ে চুলচেরা বিশ্লেষন শেষে মেহেরপুর পৌরসভাকে দেশের সেরা পৌরসভা হিসেবে ঘোষনা দেন।