Jun
মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউনের পরে আবার শুরু হলো মেহেরপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ । অদ্য তারিখ বড় বাজার চার রাস্তার মোড় হতে কাথুলী রোডের কাজ পরিদর্শন করেন মেহেরপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
Jan
কাথুলী সড়কের কাজ পরিদর্শন
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
অদ্য ২৮ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ মেহেরপুর পৌরসভার বড় বাজার মোড় হতে কাথুলী রোডের চলমান কাজ পরিদর্শন করেন মেহেরপুর পৌরসভার মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
Jan
মেহেরপুর পৌরসভার চলমান রাস্তা এবং ড্রেনের কাজ পরিদর্শন
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
অদ্য ২৪-০১-২০২০ খ্রিঃ তারিখ শুক্রবার মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় সড়কের মেহেরপুর পৌরসভার চলমান রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব গোলাম রসুল এবং মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম। এ সময় মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। সকলেই পৌরসভার চলমান প্রতিটি কাজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Jan
মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার বস্তির ড্রেন, রাস্তা সংস্কার, স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের উন্নয়ন কার্যক্রমে মেহেরপুর পৌরসভার সদ্য সমাপ্ত ও চলমান প্রকল্পসমূহে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগতমান পরীক্ষাসহ বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা প্রকল্প পরিচালকগণ। গতকাল সোমবার পৌরসভার বিভিন্ন এলাকায় এ উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকারীরা। প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম নেতৃত্বে ৫ সদস্যের পরিদর্শন দল সদ্যসমাপ্ত এবং চলমান প্রকল্প সমূহ সরজমিনে পরিদর্শন করেন। এসময় সেখানে বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী প্রকাশ চক্রবর্তী,কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান পৌরসভার সকল ফাইলপত্র এবং চলমান প্রকল্প সমুহ পরিদর্শন শেষে পরিষদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতকারে পৌরসভার সকল কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বলেন,মেহেরপুর পৌরসভার চলমান সকল কাজ খুবই সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। কাজের মান সুন্দর এবং পৌরসভার উন্নয়নের স্বার্থে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনিসহ পরিদর্শন টিম। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে আবারও মেহেরপুর সফরের আমন্ত্রণ জানানো হয় পরিদর্শন দলের সদস্যবৃন্দকে। এসময় অন্যান্যের মধ্যে প্রকৌশলী হারুন অর রশিদ,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,কাউন্সিলর আল মামুন সহ পৌরকর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Jan
মেহেরপুর পৌরসভায় আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
অদ্য ২১ তারিখ মেহেরপুর পৌরসভার দীর্ঘদিনের অবহেলিত ৬নং ওয়ার্ড ছাতুখার মোড় হতে খোকনের আমবাগান পর্যন্ত UGIIP-III প্রকল্পের আওতায় ১,৩৪,০০,০০০/- টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র সম্মানিত পৌরবাসী সকলে নিকট দোয়া চেয়েছেন। তিনি যেন পৌরবাসীকে সর্বোত্তম সেবা দিতে পারেন।
Sep
হালদারপাড়ায় বস্তি উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
Meherpur Pourashava0 comments PRAP, Recent, UGIIP-III Activity
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (UGIIP-III) এর আওতায় অদ্য ০৩-০৯-২০১৯ খ্রিঃ তারিখ মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড হালদারপাড়ায় ৮১,০০,০০০/- (একাশি লক্ষ) টাকা ব্যয়ে বস্তি উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। বস্তি উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় সম্মানিত কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সচিব, প্রকৌশলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।