Oct
শহর সমন্বয় কমিটি (TLCC) গঠন, কার্যপরিধি ও দায়দায়িত্ব বিষয়ক প্রশিক্ষনের ২য় ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Meherpur Pourashava0 comments UGIIP-III Activity
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় অদ্য ১০-১০-২০১৭ খ্রিঃ তারিখ সকাল ৯.৩০ মিনিটের সময় মেহেরপুর পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (TLCC) গঠন, কার্যপরিধি ও দায়দায়িত্ব বিষয়ক প্রশিক্ষনের ২য় ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে মেহেরপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির সম্মানিত ২৫ জন সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UGIIP-III প্রকল্পের সম্মানিত প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ জাফর ইকবাল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নূরুল আশরাফ রাজীব, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সৈয়দ মনজুরুল কবির, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সোহেল রানা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জনাব মোছাঃ শিউলী আকতার, শহর সমন্বয় কমিটির সদস্য সচিব ও মেহেরপুর পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম। মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন জরুরী দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় তাঁর অনুমতিক্রমে সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র-১ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ শাহিনুর রহমান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন GICD, UGIIP-III এর Regional Coordinator জনাব মোঃ শাহাদৎ হোসেন ও জনাব দেবাশীষ চক্রবর্তী। এ সময় মেহেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ জয়নাল আবেদীন সহ GICD, UGIIP-III এর LCDA জনাব আবু মোহাম্মদ সনি ও জনাব মোঃ রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শহর সমন্বয় কমিটি (TLCC) কিভাবে গঠিত হয়, এ কমিটির সদস্যদের দায়িত্ব কি, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।