Aug
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
Meherpur Pourashava0 comments Recent
মেহেরপুর পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়েছে। সকালে মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এর নেতৃত্বে একটি শোক র্যালী শহীদ ড. শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন মেয়র মহোদয়। এ সময় পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে পৌরসভা প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ গোলাম রসুল, সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আব্দুল হালিম, উপদেষ্টা জনাব মোঃ আশকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব কেএম আতাউল হাকিম লাল মিয়া, শহর সম্পাদক জনাব আক্কাস আলী সহ। জেলা যুবলীগের অন্যান্য নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।