29
Jul
Jul
মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমানকে গণ সংবর্ধনা প্রদান
Meherpur Pourashava0 comments Recent
বাংলাদেশ বঙ্গবন্ধু একাডেমীর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন বঙ্গবন্ধু একাডেমী স্মারক সম্মাননা পাওয়ায় আজ মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সচেতন নাগরিক সমাজ ও মেহেরপুর পৌরসভার আয়োজনে মেয়র মহোদয়কে গণসংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দুদুক আয়োজিত বির্তক প্রতিযোগিতায় মেহেরপুররের তিন কৃতি সন্তান কামিনী, রোজা, ও নির্জনা চাম্পিয়ন হওয়ায় স্বারক সম্মননা প্রদান করেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। তাদের মেয়র মহোদয়ের পক্ষ থেকে স্বর্নের ম্যাডেল গলায় পরিয়ে দেন মেহেরপুর পৌরসভার মেয়র সাহেবের সহ-ধর্মনী জনাব আরিফা রহমান।