24
Dec
Dec
মেহেরপুর পৌরসভায় শহর সমন্বয় কমিটি (TLCC) এর সভা অনুষ্ঠিত
Meherpur Pourashava0 comments UGIIP-III Activity
অদ্য ২৪ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় মেহেরপুর পৌরসভা কার্যালয়ের কালাচাঁদ সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (TLCC) এর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন, সম্মানিত সকল কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম, সরকারী অফিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পেশাজীবি, দ্ররিদ্র শ্রেণীর প্রতিনিধি, সাংবাদিক ও TLCC অন্যান্য সদস্যবৃন্দ। মেয়র মহোদয় পৌরসভার সকল উন্নয়নের অংশগ্রহণ করার জন্য TLCC-র সম্মানিত সদস্যবৃন্দের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তিনি সভাকে অবগত করান যে, মেহেরপুর পৌরসভার উন্নয়নের জন্য আমি প্রতিনিয়ত সরকারের যোগাযোগ করছি, আপনারা খুব শীঘ্রই মেহেরপুরের ব্যাপক উন্নয়ন দেখতে পাবেন।