29
Aug
Aug
মেহেরপুর পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রম কাজের শুভ উদ্বোধন
Meherpur Pourashava0 comments GAP, PRAP, UGIIP-III Activity
তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (UGIIP-III) এর আওতায় মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বস্তি উন্নয়ন কার্যক্রমের আওতায় প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রমের আলোকে আজ ২৯ আগষ্ট ২০১৯ সকালে ৫নং ওয়ার্ডের চক্রপাড়ায় উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌরসভার সম্মানিত কাউন্সিলরবৃন্দ, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।