May
মেহেরপুর পৌরসভার ৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
সড়ক নির্মাণ, অবকাঠামো উন্নয়ন খাতকে অধিক গুরত্ব দিয়ে অত্র পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় এ বাজেট পেশ করে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আবুল কালাম আজাদ।
মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব মোঃ আশকার আলী, সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হালিম, ভাষা সংগ্রামী জনাব মোঃ ইসমাইল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব আজিম উদ্দিন সরদার, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ জনাব একরামুল আযীম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আক্কাস আলী, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আলামিন হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম পেরেশান, পৌরসভার সকল সম্মানিক কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, টিএলসিসি-র সদস্যবৃন্দ সহ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণীপেশার নাগরিক।
বাজেট আলোচনা শেষে পৌর নাগরিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।