Jun
ভিজিএফ খাদ্যশস্য সহায়তা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
Meherpur Pourashava0 comments PRAP, Recent
পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় মেহেরপুর পৌরসভার দুঃস্থ, অতিদরিদ্র ও অসহায় পরিবারের জন্য ১০ কেজি হারে বিনামুল্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে অদ্য ১৯ জুন ২০১৭ খ্রিঃ পৌর কালাচাঁদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র পৌরসভার মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ গোলাম রসুল, ৭৩, মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদস্যের প্রতিনিধি জনাব মোঃ আমিনুল ইসলাম, পৌরসভার সম্মানিত সকল কাউন্সিলরবৃন্দ, সচিব জনাব মোঃ তফিকুল আলম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এবার ৪৬২১টি পরিবারের মাঝে ১০কেজি হারে বিনামুল্যে এ খাদ্যশস্য বিতরন করা হবে। প্রকৃত অসহায় পরিবার যেন ভিজিএফ কর্মসূচীর সুবিধা ভোগ করতে পারে এজন্য মেয়র মহোদয় সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন।