21
Mar
Mar
নগর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত
Meherpur Pourashava0 comments PRAP
অদ্য ২১ মার্চ ২০১৮ মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে পৌর কালাচাঁদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার সম্মানিত সকল কাউন্সিলর, টিএলসিসির অন্যান্য সম্মানিত সদস্য, পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম সহ UGIIP-III প্রকল্পের প্রতিনিধি জনাব শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। সভায় গত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং তা অনুমোদন হয়। সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।