Allah is Great

Telephone: +88079162329

[rev_slider_vc alias=”homepageslider”]

পৌরসভা সম্পর্কে

সংক্ষিপ্ত ইতিহাস
অবিভক্ত বাংলায় মেহেরপুর একটি প্রাচীন জনপদ। গঙ্গা-পদ্মার-র শাখা, প্রমত্তা ভৈরব নদের পূর্ব তীরবর্তী এই জনপদের নাম করণের সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি। জগৎখ্যাত নানা মুনি-ঋষি, সাধক মহাপুরুষ আর সাধু-দরবেশের স্মৃতি বিজড়িত এই সুপ্রাচীন জনপদটি ১৮৬৯ সালে মিউনিসিপ্যালিটির মর্যাদা লাভ করে।

দেশ বিভাগের পূর্ব হতেই মেহেরপুর মহকুমা শহর হিসেবে ইহার কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের অভ্যূদয়ের সংগ্রামী ইতিহাসের সাথে বৈদ্যনাথতলা খ্যাত মুজিবনগরকে বুকে ধারন করে এই পৌরসভা স্বাধীনতার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত হয়। পরবর্তীতে ঐতিহাসিক মুজিবনগরের প্রবেশদ্বার হিসাবে পরিগনিত হয়।

পৌরসভার অর্জন
১৯৯১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক এ পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় এবং ২০০১ সালে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর স্থানীয় সরকার বিভাগের মূল্যায়ন সেল কর্তৃক পর পর তিনবার এই পৌরসভা প্রথম স্থান অধিকার করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করার জন্য সেবা পৌরসভা হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করে এবং স্বর্ণপদক সহ ক্রেষ্ট সম্মাননা পায়।

এই পৌরসভায় মোট নির্বাচিত ৯ জন কাউন্সিলর, ৩জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও ১ জন মেয়র নিয়ে পৌর পরিষদ গঠিত।

মেহেরপুর জেলা ২৩.৪৪/ থেকে ২৩.৫৯/ ডিগ্রী অক্ষাংশ এবং ৮৮.৩৪ থেকে ৮৮.৫৩ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী একটি পৌরসভা।

মেহেরপুর পৌরসভার অবস্থান
পূর্বে- কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সড়ক, পশ্চিমে- ভৈরব নদী ও বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রাম, উত্তরে- কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রাম এবং দক্ষিণে- আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রাম।

আমাদের সেবা সমূহ

1394295463-4e57125afe82bff9799828ccde03b3e6

Safe Water Service

Recently we established water pump, we are able to provide water supply to municipality people, with arsenic free

1394295463-4e57125afe82bff9799828ccde03b3e6

Information Service

We are providing Birth Registration, Death Registration, Computer Training, Freelancing Training etc.

1394295463-4e57125afe82bff9799828ccde03b3e6

Sanitation Service

We are trying our best to ensure Sanitation services to all of our Municipality people, almost we are on the shore.

1394295463-4e57125afe82bff9799828ccde03b3e6

Proverty Reduction

We are trying to reduce poverty by providing small amount of money, different types of training, like freelancing.

1394295463-4e57125afe82bff9799828ccde03b3e6

Free Health Care

We are providing Free Health Care to our poor citizens, so that they will be to get good health services.

1394295463-4e57125afe82bff9799828ccde03b3e6

Conservancy Service

Our hired people, vehicles always working for cleaning roads, infrastructure and others.

মেয়রের দু’টি কথা

Mayor

মোঃ মাহফুজুর রহমান রিটন
মেয়র, মেহেরপুর পৌরসভা।

প্রিয় পৌরবাসী
আসসালামু আলাইকুম।
সম্মানীত সকল পৌরবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগরের প্রবেশদ্বার মেহেরপুর পৌরসভা। এ পৌরসভার সকল প্রতিকুলতা, ঘাত-প্রতিঘাত ও প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে বিগত ২৫ এপ্রিল, ২০১৭ খ্রিষ্টাব্দের পৌর নির্বাচন এবং ৮ মে, ২০১৭ খিষ্টাব্দের উপ-নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মহান আল্লাহতায়ালা আমাকে মেহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত করেছেন। আমি বিগত ২৩ মে, ২০১৭ খ্রিঃ মেয়র হিসাবে শপথ এবং ২৮ মে, ২০১৭ খ্রিঃ তারিখে মেহেরপুর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করি।
মেহেরপুর পৌরসভা তথা এ শহর একটি ঐতিহাসিক প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। ১৫ এপ্রিল, ১৮৬৯ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও এ পৌরসভার রাস্তা, ড্রেনসহ অবকাঠামো উন্নয়ন কাজ অপ্রতুল। “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৫২ এর একুশ আর আমার মুজিবনগর” একসূত্রে বিশেষ তাৎপর্য বহন করে সারাবিশ্বে বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে পরিচিত হয়েছে মুজিবনগরকে ধারনকারী মেহেরপুর।
আমি ছোট বেলা হতে পিতার মুখ থেকে মুক্তিযুদ্ধের ৯ মাসের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। জেনেছি সেই মহান নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্বের অহংকারে আমি গর্বিত। তার অনুপ্রেরণায় আমার এ কর্মময় জীবনে অনেক স্বপ্ন চিন্তা-চেতনাকে শতভাগ সফল করার প্রয়াস অব্যাহত থাকবে।
সম্মানীত পৌরবাসী, আমি বিশ্বাস করি কোন ভাল কাজে পরিপূর্ণতা অর্জনে প্রয়োজন লক্ষ্য স্থির করা। সেই লক্ষ্য নিয়ে আপনারা আমাকে দোয়া ও সমর্থন প্রকাশ করে যে গুরুদায়িত্ব অর্পন করেছেন, আপনাদের দোয়াকে পাথেয় করে শুরু হলো আমার এ পথ চলা। এর মাঝে ভুলত্রুটি, সকল ব্যর্থতার দায় সবটুকু আমার। আর ভালো যা কিছু সুন্দর সৃষ্টি তা আপনাদের। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সার্বিক সহায়তায় আমার চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল ধ্যান-ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল। সন্ত্রাস, দূর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মাদকমুক্ত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য।
সম্মানীত পৌরবাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “রুপকল্প ২০২১” বাস্তবায়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিতকরণ ও জনগণের দোড় গোড়ায় ডিজিটাল সেবা পৌছে দেয়ার লক্ষ্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “রুপকল্প ২০২১” বাস্তবায়নে তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে মেহেরপুর পৌরসভাও অতিশীঘ্রই কাংখিত লক্ষ্যে পৌছে যাবে ইনশাল্লাহ।
সুপ্রিয় পৌরবাসী,
দেশ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে। সেই সাথে তাল মিলিয়ে মেহেরপুর পৌরসভাও এগিয়ে যাবে দ্রুত উন্নয়নের দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শান্তির দূত। দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধশালী ও আত্ননির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে প্রান্তিক পর্যায়ে তার একজন সক্রিয় কর্মী হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকাই আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার দ্বার প্রান্তে। বর্তমান সরকারের গৃহীত ২০৪১ সালের রুপকল্প অনুযায়ী বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করার লক্ষে সরকারের একটি ক্ষুদ্র একক হিসেবে আমরা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।
আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ শরীরে আপনাদের নগন্য সেবক হিসেবে কাজ করতে করতে দৃষ্টান্ত স্থাপন করে সন্ত্রাসমুক্ত মেহেরপুর গড়ে বিশ্ব দরবারে সুপরিচিত করতে পারি।
সকলের দোয়া, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমার শক্তি। বিশ্ব মানবতার জয় হোক, বিশ্ব শান্তির জয় হোক। বিশ্ব ভাতৃত্ব ও সম্প্রীতির জয় হোক। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

যোগাযোগ

    Your Name (required)

    Your Email (required)

    Subject

    Your Message

    captcha

    মেহেরপুর পৌরসভা কার্যালয়

    প্রধান সড়ক, মেহেরপুর।

    টেলিফোন নম্বরঃ +৮৮০৭৯১-৬২৩২৯

    ফ্যাক্স নম্বরঃ +৮৮০৭৯১-৬২১৯৯

    মোবাইল নম্বরঃ  +৮৮০১৭১৬০৩৭৬৩৮ (সরাসরি মেয়র)

    ই-মেইলঃ meherpur_municipality@yahoo.com

    ওয়েব সাইটঃ www.meherpurmunicipality.com