04
Sep
Sep
UGIIP-III প্রকল্পের কাজ পরিদর্শন
Meherpur Pourashava
0 comments
GAP, PRAP, Social Service, UGIIP-III Activity
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার কাথুলী সড়কে চলমান আরসিসি ড্রেনের কাজ পরিদর্শন করেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এসময় মেয়র মহোদয় এলাকাবাসীর সাথে কাজের গুনগতমান নিয়ে কথা বলেন। এলাকাবাসী পৌরসভার কাজের মানে সন্তোষ প্রকাশ করে মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। কাজ সম্পর্কে কোন অভিযোগ থাকলে তা সরাসরি মেয়র মহোদয়কে অবগত করার জন্যও তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন।