Mar
নায়েববাড়ি পূজা মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন
Meherpur Pourashava0 comments Recent
মেহেরপুর পৌরসভার অর্থায়নে শহরের নায়েববাড়ি পূজা মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ রবিবার সকালে মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এ কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মপালনের সুবিধার্থে মসজিদ, মন্দিরসহ প্রার্থনার স্থানসমূহকে সংস্কার করার উদ্যোগ নিয়েছে।
তিনি আরো বলেন, মেহেরপুর শহরকে তিলোত্তমা নগরী গড়ে তুলতে পরিকল্পনামাফিক কাজ করা হচ্ছে। ক্রমান্বয়ে শহরের বিভিন্ন সড়কসহ পৌর সভার উন্নয়ন কাজ অব্যহত থাকবে।
উদ্বোধনের সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাহাঙ্গীর হোসেন, শাকিল রাব্বি, রাজিব হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, নায়েববাড়ি মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুদেব কুমার উপস্থিত ছিলেন।
পরে নায়েববাড়ি মন্দির কমিটির উদ্যোগে পাখি অবমুক্ত করা হয়। মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা একটি টিয়া পাখি অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।