04
Sep
Sep
৭নং ওয়ার্ড দিঘিরপাড়ায় বস্তি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন
Meherpur Pourashava
0 comments
GAP, PRAP, Recent, Social Service, UGIIP-III Activity
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় আজ মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দিঘিরপাড়ায় ৮০,০০,০০০/- (আশি লক্ষ) টাকা ব্যয়ে বস্তি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এর মাধ্যমে এই জনপদের দীর্ঘ ২৪ বছরের দাবী পূরণ হতে যাচ্ছে। উদ্বোধনের সময় মেহেরপুর পৌরসভার সম্মানিত কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।