14
Apr
Meherpur Pourashava
0 comments
Recent
মেহেরপুর পৌরসভার উদ্যোগে পহেলা বৈশাখ-১৪২৪ উপলক্ষ্যে পান্তা উৎসবের আয়োজন করা হয়। মেয়র, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর কার্যালয়ের ভিতরে এই পান্তা উৎসবের শুভ উদ্বোধন করেন পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম, এ সময় হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ সহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পান্তা উৎসবের সর্ব স্তরের জন সাধারন অংশ গ্রহণের করেন।