17
Sep
Sep
মেয়র মহোদয়ের বোসপাড়ায় ড্রেনের নির্মান কাজ পরিদর্শন
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বোসপাড়া এলাকাবাসীর দীর্ঘ দিনের চাওয়া পাওয়া জলশয় মুক্ত করনের জন্য একটি ড্রেন। বর্তমান মেয়র মহোদয় এলাকাবাসীর চাওয়া পুরন করেছেন। অদ্য তারিখ ২নং ওয়ার্ড বোসপাড়ায় ড্রেনের নির্মান কাজ পরিদর্শন করেন মেহেরপুর পৌরসভার সুযোগ্য মেয়র জনাব মোঃ মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সহ সকল সঠিক ভাবে নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। এ সময় UGIIP-III প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সহ সম্মানিত এলাকাবাসী উপস্থিত ছিলেন।