Jun
মেহেরপুর পৌরসভার ৬২ কোটি ৬৮ লক্ষ ৮৭ হাজার ৭৪০ টাকার বাজেট ঘোষনা
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
অদ্য ২২ জুন, ২০১৭ খ্রিঃ তারিখ রোজ বৃষ্পতিবার মেহেরপুর পৌরসভার ৬২ কোটি ৬৮ লক্ষ ৮৭ হাজার ৭৪০ টাকার বাজেট ঘোষনা ঘোষনা করা হয়েছে। বৃষ্পতিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এ বাজেট ঘোষনা করেন।
মেহেরপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৩, মেহেরপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব পরিমল সিংহ, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ গোলাম রসুল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব খাইরুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আশকার আলী, সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হালিম, সাধারন সম্পাদক জনাব এম, এ খালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব কেএম আতাউল হাকিম লাল মিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক জনাব মোঃ আক্কাস আলী, গাংনী পৌরসভার মেয়র জনাব মোঃ আশরাফুল ইসলাম।
মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র উপস্থিত সকলের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন বর্তমান পৌর পরিষদ ১৫ কোটি টাকার ঋনের বোঝা মাথায় নিয়ে পথ চলা শুরু করেছে। পথচলা যত কঠিনই হোক না কেন, প্রয়োজনে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের সেবা করে যাব। পরে মেয়র মেহেরপুর পৌরসভার অনুমতিক্রমে বাজেট বিবরণী পাঠ করেন মেহেরপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আবুল কালাম আজাদ, এছাড়াও বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব ফরহাদ হোসেন, বিশেষ অতিথি জনাব আলহাজ্ব মোঃ গোলাম রসুল, পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম সহ উপস্থিত সাধারন জনগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
উক্ত বাজেট অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবি, সুধীবৃন্দ, সাধারন পৌর জনগন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।