31
Aug
Aug
মেহেরপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র মহোদয়
Meherpur Pourashava0 comments Recent, UGIIP-III Activity
মেহেরপুর পৌরসভায় চলমান তৃতীয় নগর পরিচালন ও অবকাঠানো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। আজ ৩১ আগষ্ট ২০১৯ সকালে তিনি সহিউদ্দিন ডিগ্রী কলেজ (পৌর কলেজ) সড়কের ড্রেনের কাজ ঘুরে ঘুরে দেখেন। তিনি এ সময় এলাকাবাসীর সাথেও কথা বলেন এবং উন্নয়ন কাজে কোন প্রকার গাফিলতি বা অভিযোগ থাকলে সরাসরি মেয়র মহোদয়কে জানানো জন্য অনুরোধ জানান। তিনি বলেন কাজের মান ভালো করার জন্য মেয়র সব সময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের সাথে নিয়ে মেহেরপুর পৌরসভার সকল উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে চাই। এ সময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নূরুল আশরাফ রাজীব উপস্থিত ছিলেন।