May
মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান
Meherpur Pourashava0 comments Recent
অদ্য ২৮ মে, ২০১৭ খ্রিঃ তারিখ রোজ রবিবার, মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ৯টি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দও দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র মহোদয় বলেন- আমি কথায় না কাজে বিশ্বাসী। আমি কাজ করে দেখাবো। এজন্য সকলের সহযোগীতা চেয়ে তিনি বলেন, মেহেরপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মেহেরপুর পৌরসভার পূর্বের পরিষদের প্যানেল মেয়র-১ ও বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবীরের সভাপতিত্বে দায়িত্বভার অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র জনাব মোঃ মাহাফুজুর রহমান রিটন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম রসুল, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জনাব মোঃ আশকার আলী, সাধারণ সম্পাদক জনাব এমএ খালেক, সহ-সভাপতি জনাব আব্দুল হালিম, জনাব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব কেএম আতাউল হাকিম, পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আক্কাস আলী, জেলা যুবরীগের যুগ্ম আহবায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম পেরেশান, জেলা কৃষকলীগের সভাপতি জনাব মাহাবুবুর রহমান শান্তি, সদর উপজেলা যুবলীগের আহবায়ক জনাব মিজানুজ্জামান অপু, মুজিবনগর সভাপতি জনাব কামরুল হাসান চাদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব জুয়েল রানা, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
এরআগে পৌরসভার মেয়রসহ নির্বাচিত কাউন্সিলরা পৌরসভায় প্রবেশ করলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে বরন করে নেন। পরে পূর্বের পরিষদের প্যানেল মেয়র-১ ও বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবীর আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।