29
Oct
Oct
মানব সেবার এক উজ্জ্বল তারকা
Meherpur Pourashava
0 comments
Recent, Social Service
মানব সেবা পরম ধর্ম। আর জনগনের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। যিনি জনগনের সেবা করতে পারলে নিজেকে ভীষণ গর্বিত মনে করেন। তিনি সকল লোভ, লালসা, অর্থ মোহের ঊধের্ব থেকে জনগনের সেবা করে যাচ্ছেন। তবে এর বিনিময়ে যা পাচ্ছেন তা হয়তো সবার ভাগ্যে জোটে না। দলমত, ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সকলের স্নেহ ও ভালোবাসা। জনগন মেয়রের খুব কাছাকাছি দাড়িয়ে তাদের সমস্যার কথাগুলো বলেন, তাদের মনের কথা বলেন আর যাওয়ার সময় দিয়ে যান মেয়রের প্রতি অফুরন্ত ভালোবাসা।