Jun
নব নির্বাচিত পৌর পরিষদের সাথে UGIIP-III প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত ও প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান
Meherpur Pourashava0 comments GAP, PRAP, Recent, UGIIP-III Activity
অদ্য ৭ জুন ২০১৭ খ্রিঃ তারিখ মেহেরপুর পৌরসভায় চলমান তৃতীয় নগর পরিচালন ও অবকাঠানো (সেক্টর) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদানের লক্ষ্যে নব-নির্বাচিত পৌর পরিষদের সাথে সৌজন্য সাক্ষাত ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন সহ পৌর পরিষদের সকল ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ। এ সময় মেহেরপুর পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হারুন-উর-রশিদ, আঞ্চলিক সমন্বয়কারী (সিএম), UGIIP-III, মাগুরা অঞ্চয় জনাব মোঃ শাহাদত হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী (আরবান), UGIIP-III, মাগুরা অঞ্চয় জনাব দেবাশিশ চক্রবর্তী ও আঞ্চলিক সমন্বয়কারী (ফাইন্যান্স), UGIIP-III, মাগুরা অঞ্চয় জনাব বিপ্রজিৎ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও প্রশিক্ষণে পৌরসভার বিভিন্ন কমিটি ও কার্যক্রম সম্পর্কে ধারনা দেওয়া হয়।