Oct
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
Meherpur Pourashava0 comments Recent, Uncategorized
আজ ১৫ অক্টোবর ২০১৭ মেহেরপুর পৌরসভার সহযোগীতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৭ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মেহেরপুর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯.০০ টায় শহীদ ড. সামসুজ্জোহা পার্ক হতে র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসেন। এছাড়াও মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মেহেরপুর জনাব মোঃ খাইরুল হাসান সহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার সচিব জনাব মোঃ তফিকুল আলম এবং পৌরসভা ও অন্যান্য সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা হয়।