Oct
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভায় শোভাযাত্রা ও আলোচনাসভা
Meherpur Pourashava0 comments Recent
‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এ স্লোগানে মেহেরপুর পৌরসভায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ পালিত হয়েছে। আজ ২৮ অক্টোবর রবিবার সকালে মেহেরপুর পৌরসভার উদ্যোগে র্যালী ও আলোচনাসভা অুনষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভা চত্বর থেকে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষীন শেষে আবার পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে স্যানিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালীতে মেহেরপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন সহ সম্মানিত সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগণ র্যালীতে অংশগ্রহণ করেন।
পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র জনাব মোঃ শাহিনুর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আল মামুন সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ।
আলোচনা সভায় মেয়র মহোদয় বলেন, স্যানিটেশন হলো সু-অভ্যাস। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করা। স্যানিটেশনের কিছু বিষয় নিয়মিত অভ্যাস করলে কয়েকটি রোগ হতে রক্ষা পাওয়া যায়। এই একটি অভ্যাসের মাধ্যমে মানুষের গড় আয়ুও বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, স্যানিটেশন সচেতনতাই পারে এই অভ্যাসকে সচল রাখতে। তিনি সকলকে অনুরোধ করেন নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করবেন। আর শুধু সচেতন হলেই চলবে না আমাদের এটাকে চর্চায় আনতে হবে।